বিনা উইকেটে ৪ রান নিয়ে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন খেলতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থতার বৃত্তে বন্দী ছিলেন অজি ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন ট্রাভিস হেড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন তিনি।
আরও পড়ুন:
এছাড়া স্টিভ স্মিথ ২৪ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের ব্রাইডন কার্স নেন চার উইকেট। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ডও। তবে দুই ওপেনারের ত্রিশোর্ধ্ব রানের ইনিংস ও বেথেলের ৪০ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ইংলিশরা।
এর মাধ্যমে দীর্ঘ ১৪ বছর ১১ মাস পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। ম্যাচ হারলেও চলমান অ্যাশেজ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।





