বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে যৌথবাহিনী গত ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ছিল সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও চোরাকারবারি।
আরও পড়ুন:
আরও জানানো হয়, গ্রেপ্তারদের কাছ থেকে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১১৪ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল, মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে যেকোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য জনগণকে অনুরোধ জানানো হয়েছে।




