বাংলাদেশের আকাশসীমায় তারেক রহমানকে বহনকারী বিমান

তারেক রহমান
তারেক রহমান | ছবি: তারেক রহমানের ফেসবুক
1

বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সকালে বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তারেক রহমান লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

এর আগে গতকাল (বুধবার, ২৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বিমানের বিজি-২০২ ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে।

আরও পড়ুন:

বুধবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে (স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে) কিংস্টনের বাসা থেকে সপরিবারে বের হন তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ কয়েকজন।

এসএস