বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরি-শারলে সৌজন্য সাক্ষাৎ করেন। বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলবিনিময় করেন পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সেই সঙ্গে সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




