আইনশৃঙ্খলায় অবনতি হলো কোথায়? হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দিন
সিইসি এ এম এম নাসির উদ্দিন | ছবি: এখন টিভি
4

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, বরং উন্নতি হয়েছে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এমনকি দেশজুড়ে আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন তিনি। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের নিয়ে আয়োজিত ‘ইয়ুথ ভোটার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলায় অবনতি হলো কোথায়? মাঝে-মধ্যে দুই একটা খুন-খারাবি হয়, হাদির একটা ঘটনা হয়েছে। আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময়ই ছিল।’

এসময় প্রশ্ন রেখে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয়নি? এরকম তো অনেক হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রী কিবরিয়া সাহেব খুন হয়নি? নির্বাচন আসলে এ ধরনের ঘটনা বাংলাদেশে হয়, এটা নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে, শান্তিতে ঘুমাতে পারছেন।’

আরও পড়ুন:

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুত রয়েছে বলে জানান সিইসি।

নাসির উদ্দিন বলেন, ‘সঠিক সময়ে জাতির কাছে ওয়াদা অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, আমরা পুরো প্রস্তুত। সবাইকে নিয়ে নির্বাচন হবে, যত দুশ্চিন্তায় আসুক না কেন।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে একটি ঐতিহাসিাক নির্বাচন উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচনের সহযোগী হয়ে ভোটদানের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকে ভূমিকা রাখতে হবে। তরুণদের ওপর ভর করে বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণদের ছাড়া ভোট সম্ভব নয়। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তরুণরা ভোট দেবে ও সবাইকে উৎসাহিত করবে।’

এসএস