প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় হাদির পরিবার

প্রধান উপদেষ্টা; শরিফ ওসমান হাদি
প্রধান উপদেষ্টা; শরিফ ওসমান হাদি | ছবি: সংগৃহীত
1

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় গিয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবার। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) বেলা ১২টায় তার পরিবারের সঙ্গে দেখা করা কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

গতকাল (শুক্রবার, ১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয় তাকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে করে আসে দুর্বৃত্তরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি–মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। হামলার সময় রিকশায় তার সঙ্গে কেউ ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন:

হাদির সবশেষ তথ্য সর্ম্পকে জানা গেছে, তিনি অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও দলটি থেকে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে মনোনয়ন পাওয়া ডা. মাহমুদা মিতু।

এফএস