এজাজের বিরুদ্ধে দুদক অভিযোগ জানালে ব্যবস্থা নেব: উপদেষ্টা আসিফ

মোহাম্মদ এজাজ আহমেদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মোহাম্মদ এজাজ আহমেদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: এখন টিভি
0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে দুদক অভিযোগ জানালে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘এজাজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করবে। আর দুদক জানালে আমরাও ব্যবস্থা নেব।’

আরও পড়ুন:

এর আগে আজ দুদকের পক্ষ থেকে এক চিঠিতে জানানো হয়েছে, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

এসএস