দুদককে চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

কথা বলছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন
কথা বলছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন | ছবি: এখন টিভি
0

দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে আগামীতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন।

দুদকে অযাচিত চাপ প্রয়োগ করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করলে আগামীতে তাদের নাম প্রকাশ করে দেবো।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য এবারও বাড়তে পারে। হলফনামা দাখিলের আগে দুদকে সম্পদ বিবরণী দেয়া গেলে টাস্কফোর্স গঠন সম্ভব।’

মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহীম এসময় উপস্থিত ছিলেন।

সেজু