ফিফা বিশ্বকাপ ট্রফির অজানা ইতিহাস: যেভাবে নাৎসিদের হাত থেকে বেঁচেছিল ফুটবলের সর্বোচ্চ সম্মান

বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি | ছবি: এখন টিভি
0

ফুটবল বিশ্ব এখন বুঁদ হয়ে আছে ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) নিয়ে। আর মাত্র কয়েক মাস পরেই মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবে ফুটবলের এই মহাযজ্ঞ। তবে যে ট্রফিটির জন্য লিওনেল মেসি থেকে নেইমাররা জীবন বাজি রাখেন, সেই বিশ্বকাপ ট্রফি (World Cup Trophy) নিয়ে রয়েছে রোমাঞ্চকর ও বিস্ময়কর সব ইতিহাস।

একনজরে ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফি

  • ওজন (Weight): ৬.১৭ কেজি (১৮ ক্যারেট সোনা)।
  • উচ্চতা (Height): ৩৬.৮ সেন্টিমিটার।
  • ডিজাইনার: সিলভিও গাজানিগা।
  • প্রথম ব্যবহার: ১৯৭৪ বিশ্বকাপ (পশ্চিম জার্মানি)।

আরও পড়ুন:

জুলে রিমে ট্রফি: মূল ট্রফিটি এখন কোথায়? (Jules Rimet Trophy History)

আজ আমরা যে ট্রফিটি দেখি, সেটি আসলে ফুটবলের প্রথম ট্রফি নয়। ১৯৩০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিজয়ীদের দেওয়া হতো 'জুলে রিমে ট্রফি' (Jules Rimet Trophy)। এটি ছিল বিজয়ের দেবী নাইকির ভাস্কর্য। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফিটি তাদের চিরতরে দিয়ে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, ১৯৮৩ সালে সেই মূল ট্রফিটি চুরি হয়ে যায় এবং তা আর কখনোই খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন:

খাটের নিচে জুতোর বাক্সে লুকিয়ে রাখা! (Safe Keeping in a Shoebox)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাত থেকে ট্রফিটি বাঁচাতে ফিফার তৎকালীন ইতালীয় সহ-সভাপতি অটোরিনো বারাসি এক অদ্ভুত কাণ্ড করেছিলেন। তিনি রোমের একটি ব্যাংকের ভল্ট থেকে ট্রফিটি সরিয়ে নিজের খাটের নিচে একটি জুতোর বাক্সে (Shoebox) লুকিয়ে রেখেছিলেন! এছাড়াও ১৯৬৬ সালে একবার ট্রফিটি চুরি হলে 'পিকলস' (Pickles the Dog) নামের একটি কুকুর সেটি উদ্ধার করেছিল।

আসল ট্রফি কি বিজয়ীরা বাসায় নিতে পারে? (Who can keep the original trophy)

অনেকেই মনে করেন চ্যাম্পিয়ন দল আসল ট্রফিটি নিজেদের দেশে নিয়ে যায়। আসলে তা নয়! ২০০৬ সালের পর থেকে নিয়ম করা হয়েছে যে, আসল ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখের ফিফা মিউজিয়ামে (FIFA World Football Museum) থাকবে। বিজয়ীদের কেবল একটি সোনা প্রলেপ দেওয়া ব্রোঞ্জ রেপ্লিকা (Gold-plated Replica) দেওয়া হয়। কেবল ফিফা প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান এবং বিশ্বকাপ বিজয়ীরাই আসল ট্রফিটি স্পর্শ করার অনুমতি পান।

আরও পড়ুন:

ট্রফির নকশা ও ভবিষ্যৎ (Trophy Design and Future)

বর্তমান ট্রফিটির নকশা করেছেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিগা। ৫৩টি নকশার মধ্যে এটি সেরা নির্বাচিত হয়েছিল। তবে মজার তথ্য হলো, এই ট্রফির নিচে বিজয়ীদের নাম লেখার জায়গা ফুরিয়ে আসছে। ২০৩৮ সালের পর আর কোনো নাম লেখার জায়গা থাকবে না। ফলে ২০৪২ বিশ্বকাপ (2042 World Cup) উপলক্ষে ফিফাকে সম্ভবত নতুন কোনো ট্রফি তৈরি করতে হবে।

ফিফা বিশ্বকাপ ট্রফির রোমাঞ্চকর এবং ঐতিহাসিক দিকগুলো নিয়ে প্রশ্নোত্তর-FAQ

প্রশ্ন: ফিফা বিশ্বকাপের প্রথম ট্রফিটির নাম কী ছিল?

উত্তর: ফিফা বিশ্বকাপের প্রথম ট্রফিটির নাম ছিল ‘জুলে রিমে ট্রফি’। এটি ফিফার তৎকালীন প্রেসিডেন্টের নামে নামকরণ করা হয়েছিল।

প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রফিটি কোথায় লুকানো হয়েছিল?

উত্তর: ফিফার ইতালীয় সহ-সভাপতি অটোরিনো বারাসি নাৎসিদের হাত থেকে বাঁচাতে ট্রফিটি নিজের খাটের নিচে একটি জুতোর বাক্সে লুকিয়ে রেখেছিলেন।

প্রশ্ন: জুলে রিমে ট্রফিটি প্রথম কবে চুরি হয়েছিল?

উত্তর: ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপের ঠিক আগে একটি প্রদর্শনীর সময় প্রথমবার ট্রফিটি চুরি হয়।

আরও পড়ুন:

প্রশ্ন: চুরি হওয়া ট্রফিটি কে খুঁজে পেয়েছিল?

উত্তর: 'পিকলস' (Pickles) নামের একটি পোষা কুকুর দক্ষিণ লন্ডনের একটি বাগানের ঝোপের নিচ থেকে ট্রফিটি খুঁজে বের করেছিল।

প্রশ্ন: ব্রাজিল কেন আসল জুলে রিমে ট্রফিটি চিরতরে পেয়েছিল?

উত্তর: ফিফার তৎকালীন নিয়ম অনুযায়ী, কোনো দেশ তিনবার বিশ্বকাপ জয় করলে মূল ট্রফিটি তাদের চিরতরে দিয়ে দেওয়া হতো। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় তারা এটি পায়।

প্রশ্ন: ব্রাজিলে থাকা সেই আসল ট্রফিটির ভাগ্যে কী ঘটেছিল?

উত্তর: ১৯৮৩ সালে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অফিস থেকে ট্রফিটি পুনরায় চুরি হয় এবং ধারণা করা হয় চোরেরা সেটি গলিয়ে ফেলেছে। এটি আর কখনোই উদ্ধার করা যায়নি।

প্রশ্ন: বর্তমান বিশ্বকাপ ট্রফিটি কিসের তৈরি এবং এর ওজন কত?

উত্তর: বর্তমান ট্রফিটি ১৮ ক্যারেট নিরেট সোনা দিয়ে তৈরি এবং এর ওজন প্রায় ৬.১৭ কেজি।

প্রশ্ন: বিশ্বকাপ জয়ী দল কি আসল ট্রফিটি নিজেদের দেশে নিয়ে যেতে পারে?

উত্তর: না, বিজয়ীরা আসল ট্রফিটি পায় না। তাদের সোনা প্রলেপ দেওয়া একটি ব্রোঞ্জ রেপ্লিকা দেওয়া হয়। আসল ট্রফিটি সুইজারল্যান্ডের ফিফা মিউজিয়ামে থাকে।

প্রশ্ন: কে এই আইকনিক বিশ্বকাপ ট্রফির নকশা করেছেন?

উত্তর: ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিগা ১৯৭৪ সালে বর্তমান বিশ্বকাপ ট্রফিটির নকশা করেছিলেন।

প্রশ্ন: কারা এই আসল ট্রফিটি স্পর্শ করার অনুমতি পান?

উত্তর: ফিফার নিয়ম অনুযায়ী কেবল বিশ্বজয়ী খেলোয়াড়, রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতিই আসল ট্রফিটি স্পর্শ করতে পারেন।

প্রশ্ন: বর্তমান ট্রফিটির আয়ু কতদিন বা কত সাল পর্যন্ত এটি ব্যবহার করা যাবে?

উত্তর: বর্তমান ট্রফিতে ২০৩৮ সাল পর্যন্ত বিজয়ীদের নাম খোদাই করার জায়গা আছে। ফলে ২০৪২ সালে সম্ভবত নতুন ট্রফি প্রবর্তন করা হবে।

প্রশ্ন: ফিফা বিশ্বকাপ ট্রফির আনুমানিক আর্থিক মূল্য কত?

উত্তর: এটি পৃথিবীর অন্যতম দামি ট্রফি। এর বর্তমান বাজার মূল্য প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ২৪০ কোটি টাকার উপরে।

প্রশ্ন: বর্তমান ট্রফিটি প্রথম কোন দেশ জিতেছিল?

উত্তর: ১৯৭৪ সালে পশ্চিম জার্মানি বর্তমান ট্রফিটি প্রথমবার উঁচিয়ে ধরার গৌরব অর্জন করে।

প্রশ্ন: ট্রফিটি কি পুরোটা সোনার তৈরি?

উত্তর: ট্রফিটি ফাঁপা নয়, তবে এটি সম্পূর্ণ নিরেট সোনা নয়; এটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং এর নিচে দুই স্তর বিশিষ্ট মূল্যবান ম্যালাকাইট পাথর রয়েছে।

প্রশ্ন: কেন ফিফা আসল ট্রফিটি বিজয়ীদের কাছে রাখতে দেয় না?

উত্তর: নিরাপত্তার খাতিরে এবং ট্রফিটি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা চুরি না হয়, সেজন্যই ফিফা ২০০৬ সাল থেকে আসল ট্রফিটি জুরিখের মিউজিয়ামে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

এসআর