বিশ্বকাপের আগে রানখরায় ক্রিকেটাররা, পারফরম্যান্স নিয়ে শঙ্কা

বাংলাদেশ দলের অনুশীলন
বাংলাদেশ দলের অনুশীলন | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপের মাত্র এক মাস আগে বড় রকমের রানখরায় ভুগছেন ক্রিকেটাররা। নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে খেলা প্রসঙ্গে অনিশ্চয়তা থাকলেও ক্রিকেট বোর্ডের ভাষ্য, বৈশ্বিক আসরে খেলতে প্রস্তুত আছে বাংলাদেশ। যদিও স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বর্তমান পারফর্ম বলছে ভিন্ন কথা।

মাঠের বাইরের জটিলতা ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলে সেটা স্বীকারই করে নিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। বিশ্বকাপের আগে ভেন্যু পরিবর্তন নিয়ে যখন জটিলতা তুঙ্গে, তখন মাঠের পারফরম্যান্সেও খুব একটা স্বস্তি অপেক্ষা করছে না বাংলাদেশের জন্য। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ব্যাটে নেই রানের দেখা।

এখন পর্যন্ত বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২৮৮ রান করেছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। নতুনভাবে চার নম্বর ব্যাটিং পজিশনে নিজেকে প্রমাণ করেছেন। ৯ ম্যাচে ৪১ এর বেশি গড়ে ব্যাট চালিয়েছেন। স্ট্রাইকরেট ১৩০ দশমিক ৩১। তালিকায় সবার ওপরে আছেন ২৯২ রান করা নাজমুল হোসেন শান্ত। গড় কিংবা স্ট্রাইকরেট ইমনের চেয়ে বেশি। যদিও জায়গা পাননি বিশ্বকাপের দলে।

আরও পড়ুন:

রংপুর রাইডার্সে আছেন লিটন দাস, তাওহীদ হৃদয় এবং নুরুল হাসান সোহান। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও ব্যাট কথা বলছে না তাদের। জাতীয় দলের অধিনায়ক লিটন ৬ ম্যাচে ২১ দশমিক ৫০ গড়ে করেছেন ১২৯ রান। সোহান ৬ ইনিংসে করেছেন মোটে ৩০ রান। সাইফ হাসানের ব্যাট থেকে ৭ ইনিংসে রান মোটে ৪৮।

স্বস্তি নেই তানজিদ তামিমদের বা শামীম পাটোয়ারিদের নিয়েও। মাঠের বাইরে নানা ঘটনায় ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফর্ম ফেরানোর দিকেও নজর রাখতে চাইবে।

এফএস