তফসিলের পর কোথাও অনিয়ম দেখলে সর্বোচ্চ ব্যবস্থা নেবে কমিশন, জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন | ছবি: এখন টিভি
0

নির্বাচনে নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকার বিষয়টি আবারও স্পষ্ট করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জানান, তফসিলের পর কোথাও অনিয়ম দেখলে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এ কথা জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান নাসির উদ্দিন।

দীর্ঘ প্রায় দেড় যুগ পর রাজনীতির মাঠে সমানতালে নির্বাচনি আমেজ। এতে ছোট-বড় দলগুলো ভিন্ন ভিন্ন দাবিতে মাঠে সরব থাকলেও ২০২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রয়েছে কেন্দ্রবিন্দুতে। এ নিয়ে সরকারের পক্ষ থেকেও বারবার দেয়া হচ্ছে নিশ্চয়তা।

এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে ইসি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মত দেন প্রধান নির্বাচন কমিশনারের। জানান, তফসিলের পর কোথাও অনিয়ম দেখলে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘এ নির্বাচন করতে গিয়ে অনেকগুলো অতিরিক্ত জিনিস আমাদের ঘাড়ে এসে পড়েছে। সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন। নরমাল ইলেকশনে আপনারা যা সহযোগিতা করেন। এ নির্বাচনে আপনাদের সহযোগিতা আরও বেশি করে লাগবে। কারণ আমাদের ওপর অতিরিক্ত চাপ এসে গেছে।’

এসময় রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণায় পোস্টারের ব্যবহারে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে আচরণবিধি বিষয়ে জোর দেন তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি জাতির কাছে অঙ্গীকারবদ্ধ বলে আবারও স্পষ্ট করেন সিইসি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আগেভাগেই আমরা জানিয়ে দিচ্ছি যারা লাগিয়েছেন, দয়া করে নিজেরাই সরাইতে পারেন। এটাই হবে ভদ্র আচরণ। আচরণবিধি যখন প্রকাশ হয়ে গেছে, আর না কেউ পোস্টার না লাগান। যে দল এটা মানবেন না, আমরা মনে করবো তাদের নিয়ত সাফ না।’

নির্বাচন সঠিকভাবে না হলে রাজনৈতিক দলগুলোকে এর ফল উপলব্ধি করতে বলেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘যদি নির্বাচনটা সঠিকভাবে না হয়, ভেবে দেখেন কী অবস্থা দাঁড়াতে পারে। সেজন্য আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আহ্বান থাকবে, আমরা যে যে অবস্থানে রয়েছি সে অবস্থান থেকে আমাদের সহযোগিতা করেন। আমরা একটা ভালো নির্বাচনের জন্য দিন রাত পরিশ্রম করছি। এটার ফলাফল যেন ভালো হয় সেজন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি।’

সংলাপে তফসিল ঘোষণার পূর্বে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয়, আচরণবিধিসহ বেশকিছু বিষয় উঠে আসে। নির্বাচনি জোট হলেও নিজস্ব প্রতীকে ভোটের বিধানের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় দলগুলো।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির প্রথম দিনের এ সংলাপে অংশ নেবে নিবন্ধিত ১২টি দল। দুপুর ২টা পর্যন্ত ৬টা দলের সঙ্গে বৈঠক করেছে ইসি। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি।

এসএস