এর আগে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে। বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিজি-৩৪০ ফ্লাইটটি ৩৯৬ জন যাত্রী নিয়ে সিলেটে অবতরণ করে।
এছাড়া সিঙ্গাপুর থেকে ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইট ১৫৩ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, আগুন লাগায় ঢাকায় ফ্লাইট ওঠানামা আপাতত বন্ধ থাকায় বিমানের রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইটটি সিলেটে জরুরি অবতরণ করেছে।
ফ্লাইটের ৩৯৬ জন যাত্রীকে বিমান বন্দরে রাখা হয়েছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরের অবস্থা স্বাভাবিক হলে এ ফ্লাইট দিয়েই তাদের ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
এছাড়া যেকোনো অবস্থায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে সংকট মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক হাফিজ আহমদ।
এদিকে রিয়াদ থেকে আসা ফ্লাইট থেকে ১২ জনের সিলেট ফ্লাইট হওয়ায় তাদেরকে বোর্ডিং পাস দেয়া হয়। আর সিলেট থেকে ৩টি ডমেস্টিক ফ্লাইট দেরি হওয়ায় বিপাকে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। পরে সন্ধ্যায় এই বিমানবন্দরে অবতরণ করে মালদ্বীপ থেকে ঢাকাগামী ইউএস বাংলার আরও একটি ফ্লাইট।





