নারী শ্রমিকের মৃত্যু: আশুলিয়ায় তিন কারখানায় চলছে চতুর্থ দিনের কর্মবিরতি

কারখানায় চলছে চতুর্থ দিনের মতো কর্মবিরতি
কারখানায় চলছে চতুর্থ দিনের মতো কর্মবিরতি | ছবি: সংগৃহীত
1

সাভারের আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ‘গিল্ডেন গ্রুপের’ তিনটি কারখানায়, চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। আজ (শনিবার, ১৮ অক্টোবর) সকালে পলাশবাড়ীর গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন।

এসময় বিক্ষোভে যোগ দেন জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ও আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

আরও পড়ুন:

এর আগে গত সোমবার বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, এসডিএস ইন্টারন্যাশনালের সুইং অপারেটর তাজমিনা খাতুন। শ্রমিকদের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হলেও কর্তৃপক্ষ তাকে ছুটি ও চিকিৎসা সহায়তা দেয়নি।

সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার উদ্যোগ নিলেও তাতে বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি আন্দোলনরত শ্রমিকদের।

এফএস