ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকদের অবস্থান

শিক্ষকদের অবস্থান
শিক্ষকদের অবস্থান | ছবি: এখন টিভি
0

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা খাত জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আজ (বুধবার, ১৫ অক্টোবর) পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন। এতে এলাকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

দুপুর দুইটার কিছু আগে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের পথরোধ করে পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় আন্দোলনরত শিক্ষকরা নানা দাবিতে স্লোগান দিতে থাকেন।

এর আগে, পুলিশের বাধায় শাহবাগে প্রবেশ করতে না পেরে শিক্ষকরা গ্রন্থাগারের সামনেই অবস্থান কর্মসূচি শুরু করেন।

আরও পড়ুন:

শাহবাগে শিক্ষকদের অবস্থান |ছবি: এখন টিভি

শিক্ষকরা জানাচ্ছেন, তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে রবিবার থেকে শুরু হওয়া তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


সেজু