পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, দাম্পত্য কলহের জেরে তাসলিমাকে তার স্বামী নজরুল ইসলাম মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন।
নিহতের বড় কন্যা নাজিমা আক্তার জানান, তার বাবা নজরুল ইসলাম প্রায়ই মাদকাসক্ত থাকতেন এবং মায়ের ওপর নির্যাতন চালাতেন। সম্প্রতি স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন অভিযুক্ত নজরুল ইসলাম, যা নিয়েই এ ঝগড়া বাঁধে।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, ‘অভিযোগের ভিত্তিতে পুলিশ কলাবাগানের বাসায় এসে দরজা ভেঙে ডিপ ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় তাসলিমার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর কলাবাগান থানা পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।’





