উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের ব্যাপারে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে।’ স্কুলে ধর্মীয় শিক্ষকের সংখ্যা নিয়োগে সরকারকে পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।
আরও পড়ুন:
সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই। সেফ এক্সিট দরকার নেই। ছাত্রদের সঙ্গে সরকারের দূরত্ব নেই। যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।’
ধর্ম উপদেষ্টা জানান, ৯৯০ হজ এজেন্সির প্রায় ৩৮ কোটি টাকা হজ ওমরাহ খাতে অব্যবহৃত ছিলো, যা ফেরত বুঝিয়ে দেয়া হয়েছে। এ পর্যন্ত ৬০ হাজার জন হজে যেতে নিবন্ধন করেছেন বলেও জানান তিনি।





