পিআর নিয়ে সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
0

পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে।’

আজ (সোমবার, ১৩ অক্টোবর) গুলশান চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ’যেসব বিষয়ে দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচনি ইশতেহারে আসবে।’ 

আরও পড়ুন:

এসময় আগামী নির্বাচনে খ্রিষ্টান সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে খ্রিষ্টান সম্প্রদায়সহ সংখ্যালঘুদের সমস্যা আগে সমাধান করা হবে।’

কেউ কেউ ৭১-এর পরিচয়কে ভুলিয়ে দিয়ে নতুন চিন্তা-ভাবনা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এসএইচ