স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।’
উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকে নানা প্রশ্ন তুলতে পারেন, প্রশ্ন তো আর থামানো যায় না। তবে বর্তমান সরকার সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এ নির্বাচন হবে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার অংশ।’
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা দেশের শান্তি ও সম্প্রীতি কামনা করে প্রার্থনায় অংশ নেন।





