নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

এ এম এম নাসির উদ্দিন
এ এম এম নাসির উদ্দিন | ছবি: এখন টিভি
1

নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন এবং সব মিলিয়ে সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচন ভবনে সংসদ নির্বাচন ঘিরে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে কমিশনের ধারাবাহিক সংলাপের উদ্বোধনীতে তিনি এসব জানান।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ভোটের সময় প্রবাসে থাকা বাংলাদেশি ও ভোটের সঙ্গে সম্পৃক্তদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে।’

দিনব্যাপী সংলাপে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানসহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিদের মতামত নিচ্ছে কমিশন।

এতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্যান্য কমিশনারসহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি।

এসএস