কুষ্টিয়ায় একটি বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

সেনা অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র
সেনা অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র | ছবি: এখন টিভিৎ
0

কুষ্টিয়ার খোকসায় একটি বাড়িতে সেনাবাহিনীর অভিযানে দুটি পিস্তল ও একটি ওয়ান শ্যুটার গানসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কলপাড়া গ্রামে এ অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা।

এসময় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কুষ্টিয়া সেনা ক্যাম্পের একটি দল ওসমানপুর গ্রামের রাজমিস্ত্রি সোহাগ হোসেনের বাড়িতে তল্লাশি চালায়।

এসময় তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, গুলি, ছুরি ও হাসুয়া উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাজমিস্ত্রি সোহাগ হোসেন একই এলাকার আশরাফ হোসেনের ছেলে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

এএইচ