তিনি বলেন, আগামী নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে বিমান ও নৌবাহিনী কাজ করবে এবং নির্বাচনের সময় এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে।’
তিনি বলেন, ‘সীমান্তে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৎপর থাকলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। মিয়ানমার থেকে মাদক আসা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের বেহাত হওয়া অস্ত্র উদ্ধারে নির্বাচনকে সামনে রেখে অভিযান চালানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থার সবাই নির্বাচনের জন্য প্রশিক্ষণ নিচ্ছে।’
এবার দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে জানিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়ায় পূজাকে ঘিরে অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকার আহবান জানান। কেউ উস্কানিমূলক অপপ্রচার চালালে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান উপদেষ্টা।





