নভেম্বরের মধ্যে ইলেকট্রিক বাস আনার উদ্যোগ; উপদেষ্টা সভায় প্রস্তাব দেবেন রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: এখন টিভি
0

নভেম্বরে ইলেকট্রিক বাস আনার ব্যাপারে উপদেষ্টা সভায় কথা বলতে চান বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, যত দ্রুত ইলেকট্রিক রাস্তায় নামানো যায় সে ব্যাপারে মন্ত্রণালয়কে কাজ করার নির্দেশনা দেন তিনি।

আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের তৃতীয় এনডিসি কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এবারের এনডিসিতে তরুণদের যুক্ত করার নতুন উদ্যোগ নেয়া হয়েছে। ওয়েস্ট ম্যানেজমেন্টে ইনভেস্ট করতে অনেকের অনাগ্রহী, সবার আগ্রহ কেবল মেগা প্রজেক্টের দিকে।’

আরও পড়ুন:

এ জায়গায় থেকে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।

এছাড়াও দেশে ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই মন্তব্য করে তিনি বলেন, ‘নতুন করে বেশ কিছু পদক্ষেপ নেবে পরিবেশ অধিদপ্তর।’

এসএস