প্রায় ১১ হাজার মানুষের মধ্যে এক মাস ধরে চালানো এ গবেষণায় বলা হয়, ৮৬.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারী ২০২৬ এ হওয়া উচিত। একই সাথে ৯৪.২ শতাংশ উত্তরদাতার ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন।
এদিকে, উচ্চশিক্ষিত ব্যক্তিরা সংসদের উচ্চকক্ষে পিআর ব্যবস্থা সম্পর্কে অধিক সচেতন ও অপেক্ষাকৃত বেশি ইতিবাচক মনোভাব পোষণ করেন বলেও এ জরিপে উঠে আসে।
আরও পড়ুন:
একইসঙ্গে ৬৯.৯ শতাংশ মানুষ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখেন বলেও এ গবেষণায় উঠে এসেছে।
এদিকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে ৭৮.৭ শতাংশ উত্তরদাতা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তবে ৫৬.৬ শতাংশ মানুষ গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে বলেও মত প্রকাশ করেছে।





