অন্তর্বর্তী সরকারের কাজকে মানুষ গ্রহণ করছে: প্রেস সচিব

‘জনগণের নির্বাচন পালস’ শীর্ষক গবেষণা প্রকাশ অনুষ্ঠান
‘জনগণের নির্বাচন পালস’ শীর্ষক গবেষণা প্রকাশ অনুষ্ঠান | ছবি: সংগৃহীত
1

১৪ মাস পরও অন্তর্বর্তী সরকারের কাজকে মানুষ গ্রহণ করছে বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে ইনোভেশন কনসালটিং এর ‘জনগণের নির্বাচন পালস’ শীর্ষক গবেষণা প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রায় ১১ হাজার মানুষের মধ্যে এক মাস ধরে চালানো এ গবেষণায় বলা হয়, ৮৬.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারী ২০২৬ এ হওয়া উচিত। একই সাথে ৯৪.২ শতাংশ উত্তরদাতার ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন।

এদিকে, উচ্চশিক্ষিত ব্যক্তিরা সংসদের উচ্চকক্ষে পিআর ব্যবস্থা সম্পর্কে অধিক সচেতন ও অপেক্ষাকৃত বেশি ইতিবাচক মনোভাব পোষণ করেন বলেও এ জরিপে উঠে আসে।

আরও পড়ুন:

একইসঙ্গে ৬৯.৯ শতাংশ মানুষ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখেন বলেও এ গবেষণায় উঠে এসেছে।

এদিকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে ৭৮.৭ শতাংশ উত্তরদাতা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তবে ৫৬.৬ শতাংশ মানুষ গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে বলেও মত প্রকাশ করেছে।

এসএস