জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষা উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ মেনে নেয়া যায় না।
তিনি বলেন, ‘সরকারি উপদেষ্টারা দায়িত্ব নিয়ে কাজ করলে সচিবালয়ে এমন ঘটনা ঘটতো না।’ আজ (মঙ্গলবার, ২২ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিমান বিধ্বস্তের ঘটনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ঘটনার সময় কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল তার তালিকা প্রকাশ করতে হবে। এছাড়া আহত শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।’




