সরাসরি আপডেট

উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত
উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত | ছবি: এখন টিভি
5

উত্তরা ট্র্যাজেডি: মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুপুর ১টা ১৮ মিনিটে স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনার মঙ্গলবার (২২ জুলাই) দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

‘শিক্ষা উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ মেনে নেয়া যায় না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষা উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ মেনে নেয়া যায় না।

তিনি বলেন, ‘সরকারি উপদেষ্টারা দায়িত্ব নিয়ে কাজ করলে সচিবালয়ে এমন ঘটনা ঘটতো না।’ আজ (মঙ্গলবার, ২২ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কথা বলছেন নাহিদ ইসলাম |ছবি: এখন টিভি

বিমান বিধ্বস্তের ঘটনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ঘটনার সময় কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল তার তালিকা প্রকাশ করতে হবে। এছাড়া আহত শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।’

সচিবালয়ের সামনে বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে একটি বিক্ষোভ সচিবালয় অভিমুখে যাত্রা করেছে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ভাঙচুর চালায় তারা।

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

আগামী ২৪ জুলাই বৃহস্পতিবার যে এইচএসসি ও সমমান পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

তিনি বলেন, আজ ও আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

পাইলট তৌকিরের জানাজা সম্পন্ন

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেডের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আজ (মঙ্গলবার, ২২ জুলাই) দুপুরে কুর্মিটোলায় একে খন্দকার প্যারেড গ্রাউন্ডে তার জানাজা সম্পন্ন করা হয়। পরে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধায় সিক্ত হন তিনি।

পাইলট তৌকিরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া |ছবি: এখন টিভি

জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়। এ সময় উপস্থিত সকলের মধ্যে বিষাদের চিহ্ন দেখা যায়।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (মঙ্গলবার, ২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট প্রাঙ্গন |ছবি: সংগৃহীত

একইসঙ্গে হতাহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন আদালত।

সরকারের পক্ষে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবি প্রত্যেকটা যৌক্তিক। তাদের ৬ দফার সঙ্গে সরকার একমত। সবগুলো দাবি পূরণ করবে সরকার। যে বাহিনী থেকে খারাপ ব্যবহার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। মাইলস্টোন স্কুলে কন্ট্রোলরুম রুম বসানো হবে। সেখান থেকে ঘণ্টায় ঘণ্টায় সবশেষ তথ্য দেয়া হবে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর খারাপ আচরণের জন্য সরকারের পক্ষে ক্ষমা চান আইন উপদেষ্টা।

দুপুর ২টার পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ (মঙ্গলবার, ২২ জুলাই) দুপুর ২টার পর থেকে বন্ধ থাকবে উচ্চ আদালতের বিচারকাজ। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বলেন, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১০ জনের মৃত্যু হয়েছে। সিএমএইচ—এ সব মিলিয়ে ১৫ জন মারা গেছেন। এ ছাড়া, ঢাকা মেডিকেলে ১ জন, ইউনাইটেডে ১ জনসহ সব মিলিয়ে ২৭ জন মারা গেছেন। উত্তরা আধুনিক হাসপাতালে একটি দেহাবশেষ রয়েছে। তবে সেটি পূর্ণাঙ্গ মরদেহ নাকি অন্য কোনো লাশের অংশ সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। একজন শিক্ষিকা এবং একজন পাইলট।

আপিল বিভাগে এক মিনিট নীরবতা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোমলমতি শিশুদের বিদেহী আত্মার স্মরণে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় নিস্তব্ধ হয়ে যায় আপিল বিভাগের এজলাস কক্ষ।

বিধ্বস্ত বিমান ছিল যুদ্ধবিমান: আইএসপিআর

মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধের জন্য প্রস্তুত একটি যুদ্ধবিমান ছিল বলে জানিয়েছে আইএসপিআর। সংস্থাটি জানায়, এটি একটি প্রশিক্ষণ মিশন সম্পন্ন করছিল।

আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

সরকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা প্রদান করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সরকারি হাসপাতাল ছাড়াও সব বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যেকোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্যও পরামর্শ দেয়া হয়েছে।

‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপনের অভিযোগ ভিত্তিহীন’

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের পরিচয় শনাক্ত করে তালিকা প্রস্তুতের কাজ চলেছে। এতে আরও বলা হয়, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে—মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই, এই দাবি সঠিক নয়। আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা তৈরিতে বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট হাসপাতাল একযোগে কাজ করছে।’

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। সায়েদুর রহমান বলেন, এ পর্যন্ত মোট ২৭ জন মারা গেছে। মরদেহগুলোর মধ্যে ২৫ জন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক। এর মধ্যে একজন শিক্ষিকা রয়েছেন। হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন। এর মধ্যে বার্ন ইন্সটিটিউটের আইসিইউতে ৫ জন ও ঢাকা মেডিকেলের আইসিইউতে দুজন আছেন।

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় আজকের (মঙ্গলবার, ২২ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল (সোমবার, ২১ জুলাই) দিবাগত রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক থেকে এ তথ্য জানান। ফেসবুক পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

আজ রাষ্ট্রীয় শোক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ (মঙ্গলবার, ২২ জুলাই) দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া আহত–নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় শোক পালন হলেও কাল চলবে এইচএসসি পরীক্ষা

বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

রাষ্ট্রীয় শোক পালন করা হলেও দেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হচ্ছে না। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, মঙ্গলবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে, রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র বা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।

‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ১৭ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

রাত সাড়ে আটটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এর মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা লাগবে বলেও জানিয়েছেন তিনি।

মো. সায়েদুর রহমান বলেন, ‘এ দুর্ঘটনায় আহতদের মধ্যে বর্তমানে ৮৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।’

‘নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে জামায়াত’

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে জামায়াতে ইসলামী থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান জামায়াত আমির।

তিনি লেখেন, ‘নিহত ও আহতদের পরিবারের পাশে ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী থাকবে।’

জামায়াত আমির বলেন, ‘এ পর্যন্ত কলিজার টুকরা ২০ জন সোনামণি এবং প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন—ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

হতাহতদের পরিবারের পাশে থাকতে খালেদা জিয়া-তারেক রহমানের আহ্বান

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মর্মান্তিক হতাহতের এ ঘটনায় গভীর শোকও প্রকাশ করেছেন তারা। বিএনপির এ দুই শীর্ষ নেতা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহ পাক রাব্বুল আল-আমিন যেন সেইসব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন এ দোয়া করেছেন।

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২০, আহত ১৭১

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ এবং আহতের সংখ্যা ১৭১ জনে দাঁড়িয়েছে। আজ (সোমবার, ২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সবশেষ আপডেট সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিন জেলার পদযাত্রা স্থগিত করলো এনসিপি

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল (মঙ্গলবার, ২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেয়ার কথা ছিল।

এছাড়া আজ ফেনীতে অনুষ্ঠিতব্য পদযাত্রা কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

এছাড়া বিমান বিধ্বস্তে হতাহতদের পাশে দাঁড়াতে এনসিপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা।

পাইলট তৌকির বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নেয়ার চেষ্টা করেন: আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ (সোমবার, ২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)।

দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগ নম্বরসমূহ

১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202

সিএমএইচ বার্ন ইউনিট 01769016019

সিএমএইচ ইমার্জেন্সি 01769013311

২। মাইলস্টোন স্কুল (অ্যাডমিন অফিসার) 01814774132‬

ভাইস প্রিন্সিপাল 01771111766

৩। ন্যাশনাল ইমার্জেন্সি নম্বর 999 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে।

বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা

কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮; বার্ন ইনস্টিটিউটে আহত ৭০, নিহত ২; সিএমএইচ (ঢাকা) আহত ১৪, নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিহত ২; লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে (উত্তরা) আহত ১১, নিহত ২; উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ ও অন্যান্য ১।

মোট আহত ১৬৪, নিহত ১৯ জন। সূত্র: ফায়ার সার্ভিস

আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে মেট্রোরেলে

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের অনেককে মেট্রোরেলে করে হাসপাতালে নেয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেলা সাড়ে ৩টা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

ইনস্টিটিউটের ভর্তি তালিকায় ওই ২৮ জনের নাম রয়েছে। দগ্ধরা হলেন— শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।

বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল (মঙ্গলবার, ২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ (সোমবার, ২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত নিহত ১৯, দগ্ধ ১৫০

মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল।

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে মোট ১৫০ জন। বিমানের পাইলট বর্তমানে সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন।

বিমান বিধ্বস্ত: জরুরি হটলাইন চালু

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর চালু করা হয়েছে।

ন‍্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে এটি চালু করা হয়েছে। হটলাইন নম্বরটি হলো ০১৯৪৯০৪৩৬৯৭। এখানে কল দিয়ে যে কেউ তথ্য সংগ্রহ করতে পারবেন।

আসু