আগুনের সূত্রপাত কীভাবে তা তাৎক্ষণিকভাবে না জানা গেলেও ফায়ার সার্ভিসের ভাষ্য, বাশার লেদার নামের একটি খেলনার কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কিছু চামড়ার গুদামে। কাছাকাছি পর্যাপ্ত পানির উৎস না থাকা ও সরু সড়কের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে।
হাজারীবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ বলেন, ‘একটি কারখানায় প্লাস্টিকের খেলনা তৈরি হতো। আমরা আগুন নেভাতে গিয়ে আতশবাজি বা এ জাতীয় কিছু জিনিস ফাটতে দেখেছি, যেগুলো সাধারণত জন্মদিনে ব্যবহৃত হয়ে থাকে।’
আগুনের ভয়াবহতা টের পেয়ে পাশে থাকা একটি গ্যাস সিলিন্ডার গুদামের সিলিন্ডার সরিয়ে ফেলে এলাকাবাসী। এতে রক্ষা পায় বড় ধরণের দুর্ঘটনা থেকে। আগুনের ক্ষয়ক্ষতি তাৎক্ষণিক নির্ণয় করতে না পারলেও কোনো হতাহত হয়নি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
হাজারীবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ বলেন, ‘বড় কিছু না, ছোট-খাটো ক্ষয়ক্ষতি হয়েছে।’