এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী গত তিন সপ্তাহে ৫৬টি অবৈধ অস্ত্র, ৯৯০ রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট থেকে এখন পর্যন্ত নয় হাজার ৬৬৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বলে জানায়।
পাশাপাশি গেল তিন সপ্তাহে ৪৫২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সারাদেশে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা।
দেশে মব ভায়োলেন্স অনেকটা কমে এসেছে, এর বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।





