ঈদের চতুর্থ দিনেও ট্রেনগুলো কোনো প্রকার সিডিউল বিঘ্ন ছাড়া যথাসময়ে ছেড়ে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সারাদিনে ঢাকা থেকে ছাড়বে মোট ২৫টি ট্রেন এবং রাজধানীতে ফিরবে ২২টি ট্রেন।
এদিকে করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানানো হলেও বাস্তবে খুব কম যাত্রীকেই সচেতনভাবে মাস্ক পরতে দেখা গেছে।
রেল কর্তৃপক্ষ যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নিরাপদ ভ্রমণের জন্য সকলের সহযোগিতা চেয়েছে।