৭ দফা দাবিতে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনরত শিক্ষার্থীরা
আন্দোলনরত শিক্ষার্থীরা | ছবি: সংগৃহীত
0

নতুন হল নির্মাণ, পুরাতন হল সংস্কার, পরিবহন সংকট সমাধানসহ ৭ দফা দাবি নিয়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে রাজধানীর কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। আজ (সোমবার, ১৯ মে) সকালে তারা বিক্ষোভ করে।

বিক্ষোভ থেকে কলেজের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা আবাসন ও পরিবহন সংকটে ভুগছেন। ঝুঁকিপূর্ণ ভবনেই বছরের পর বছর ধরে চলছে ক্লাস-পরীক্ষা।

ঢাকা জেলা প্রশাসন সমস্যা সমাধানে একাধিকবার আশ্বাস দিলেও তা পূরণ হয়নি। এসময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তাদের ৭ দফা দাবির বিষয়ে ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানানো হয়।

এএইচ