বিক্ষোভ থেকে কলেজের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা আবাসন ও পরিবহন সংকটে ভুগছেন। ঝুঁকিপূর্ণ ভবনেই বছরের পর বছর ধরে চলছে ক্লাস-পরীক্ষা।
ঢাকা জেলা প্রশাসন সমস্যা সমাধানে একাধিকবার আশ্বাস দিলেও তা পূরণ হয়নি। এসময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তাদের ৭ দফা দাবির বিষয়ে ঢাকা জেলা প্রশাসকের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানানো হয়।