মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ আগুন

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ আগুন
শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ আগুন | ছবি: এখন টিভি
0

রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১৮ মে) রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক কর্মকর্তা জানান, মিরপুর-১৩ এ শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার তথ্য জানা গেছে।

খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরো দুটি ইউনিট সেখানে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে আরো ৪টি ইউনিট ঘটনাস্থলে যুক্ত হয়।

তবে ভবনে কী কারণে আগুন লেগেছে বা হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায় নি।

এএইচ