তারেক রহমান বলেন, ‘নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি হচ্ছে। বিভিন্ন সংস্কারের নামে সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।’
অন্তর্বর্তী সরকারের উপর আস্থার কথা উল্লেখ করে তাদের সামর্থ্য নিয়ে জনমনে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এদিকে সীমান্তে করিডোর নিয়ে এই সরকার নয়, সিদ্ধান্ত নির্বাচিত সরকার দেবে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে জাঁকজমক আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি
এর আগে এনডিএম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনগণের পাশে থাকার ব্যাপার আশ্বস্ত করেন সংগঠনটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।