আবদুল হামিদের দেশত্যাগ: ‘তদন্ত কমিটির প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম | ছবি: সংগৃহীত
0

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আজ (শনিবার, ১০ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, 'তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। প্রতিবেদন জমা দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এসময় মামলা থাকা সত্ত্বেও তিনি কীভাবে দেশ ছাড়লেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই বিষয়ে তিনি অবগত ছিলেন না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বিদেশ যাওয়ার প্রক্রিয়া দেখতে বিমানবন্দরের ভিআইপি লঞ্জ পরিদর্শন করেছি।'

এছাড়া থানায় সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে ভাল ব্যবহার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এদিকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে আন্দোলনকারীদের জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে বলেও জানা স্বরাষ্ট্র উপদেষ্টা।

সেজু