ঘটনার সূত্রপাত ১ শিক্ষার্থীর কলেজ আইডি ছেড়াকে কেন্দ্র করে। পরে সাড়ে ১১ টার দিকে সিটি কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
এ খবর সিটি কলেজে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে যায়। পরে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুই পক্ষের শুরু হয় সংঘর্ষ।
ইট পাথর নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায় দুই কলেজের এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীরা। লাঠি নিয়ে ও ইট-পাথর ছুড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। কি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ?
ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শেষে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয় দুই দিকে। পরে আবারও রাস্তায় স্বাভাবিক হয় যান চলাচল।
প্রায় সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা অভিযোগ পুলিশের। বর্তমান অবস্থা স্বাভাবিক। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে না জড়াতে দুই কলেজের শিক্ষার্থীদের কাছে আহবান জানিয়েছে পুলিশের কর্তা ব্যক্তিরা।