ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, আগুনের এই ঘটনায় কোনোভাবেই শোভাযাত্রা বন্ধ হবে না। ঘটনা তদন্তে চারুকলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি করা হয়েছে। একই সাথে পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাকৃতি পুনর্নির্মাণেরও উদ্যোগ নেয়া হয়েছে।
ঘটনার আকস্মিকতায় হতবাক চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা। দীর্ঘ পরিশ্রমের পর উৎসবের আনন্দে এমন বাগড়ায় ব্যথিত তারা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের পতন প্রতিপাদ্যকে সামনে রেখে তৈরি ফ্যাসিবাদের মুখাকৃতি শেষ পর্যন্ত বর্ষবরণ র্যালিতে আনা যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
সকাল থেকে পুলিশ, গোয়েন্দা বিভাগ, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল পরিদর্শন করেছে ঘটনাস্থল। পুলিশ জানায় ফরেনসিক টিম নিয়ে তদন্ত কমিটি খতিয়ে দেখছে সব। দ্রুতই অপরাধীদের সনাক্ত করে আনা হবে আইনের আওতায়।
অন্যদিকে ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা লেখেন, হাসিনার দোসররাই চারুকলায় পুড়িয়ে দিয়েছে ফ্যাসিবাদের মুখাবয়ব। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদী দানবের উপস্থিতি আরও অনিবার্য হয়ে উঠেছে বলেও মত তার।