বর্ষবরণ শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল | Ekhon TV
0

সাধারণ মানুষের সাথে নববর্ষের আনন্দ শোভাযাত্রায় অংশ নিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে তারা সাধারণ মানুষের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

নতুন বছরের নতুন রং, সংস্কৃতি ও ঐক্যের উদ্দীপনায় সাধারণ মানুষের সাথে উদযাপন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নতুন বছর ১৪৩২ কে বরণ করে নিয়েছে সারা দেশ। এই আনন্দে শামিল হলেন ফুটবলারও।

এবারের আনন্দ শোভাযাত্রায় ছোট বড় নির্বিশেষে সবার সাথে এই আয়োজনে অংশ নিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি,চারুকলা প্রাঙ্গণে সবার সাথে র‍্যালিতে অংশগ্রহণ করেন আফীদারা।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার ছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ফুটবলারদের অনেকেই।

এসময় তারা ভক্তদের আবদারে অনেকের সঙ্গেই ছবি তুলেছেন। নিজেদের মুঠোফোনে কিছু মুহূর্তকে ধারণ করে রাখতেও ভুল করেননি তারা।

বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এসময় নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসএইচ