ডাকসু নির্বাচন: মে মাসেই নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা প্রণয়ন

ডাকসু নির্বাচন: মে মাসেই নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা প্রণয়ন
ডাকসু নির্বাচন: মে মাসেই নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা প্রণয়ন | Ekhon tv
0

মে মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য কমিশন গঠন করা হবে, ওই মাসেই ডাকসুর ভোটার তালিকা দেয়া হতে পারে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ নিয়ে হালনাগাদ তথ্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের জানুয়ারিতে ডাকসু গঠনতন্ত্র সংশোধন, পরিমার্জন করা হয়েছে। ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক হয়েছে। তাদের মতামত নেয়া হয়েছে। সেই বিষয়গুলো ডিন ও সিন্ডিকেট কমিটি যাচাই বাছাই করছে।

ডাকসু নিয়ে পরামর্শক কমিটি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামী মে মাসের শুরুতে ডাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে। মে মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা প্রণয়ন করা হবে। এরপরেই ডাকসু নির্বাচনের তফসিল দেবেন কমিশন। তখন নির্ধারিত হবে ডাকসু নির্বাচনের দিন। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি ঘোষণায়।

এএইচ