তিনি জানান, শিগগিরই কন্যাশিশু আছিয়ার স্বাস্থ্যের উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকরা।
শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
গত শনিবার (৮ মার্চ) শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সিএমএইচে নেয়া হয়।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আছিয়া মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আছিয়া পিআইসিইউতে চিকিৎসাধীন উল্লেখ করে আপডেট জানানো হয়।
ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হিটু শেখের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি ৩ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড দেয়া হয়। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে তাদের রিমান্ড শুনানি হয়।
আরো পড়ুন:
দিনে আসামিদের জেলা ও দায়রা জজ আদালতে তোলার কথা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত থাকায় গভীর রাতে শুনানি হয়।
এদিকে শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনায় দেশজুড়ে চলমান বিক্ষোভ আন্দোলন আজও অব্যাহত রয়েছে। ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে আজ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের বিচার ৩০ দিনের মধ্যে শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আজও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
আজ দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ধর্ষণবিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
আরো পড়ুন:
দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন করেন তারা।
ভুক্তভোগী শিশুটির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। সে তৃতীয় শ্রেণিতে পড়ে। রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েক দিন আগে বড় বোনের বাড়ি মাগুরা শহরে বেড়াতে আসে। গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তাকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।
আরো পড়ুন:
পরে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তাকে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।