বাংলাদেশ হাইকমিশনে মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের কর্মসূচি

বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের | এখন টিভি
0

মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানি, নির্যাতন ও দুর্নীতির অভিযোগে একটি আউটসোর্সিং কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা।

এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর নামে আউটসোর্সিং এই কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশিদের তথ্য পাচার, হয়রানি ও নির্যাতনের অভিযোগ তোলেন প্রবাসী বাংলাদেশিরা।

একইসঙ্গে প্রতিষ্ঠানের দুর্নীতি ও অপকর্ম রক্ষায় জড়িত থাকার অভিযোগ উঠে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে।

প্রবাসীদের দাবি, অবিলম্বে এই প্রতিষ্ঠান বন্ধ এবং হাইকমিশন থেকে দায়ী ব্যক্তিদের অপসারণ করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে আমরণ অনশন এবং দেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীরা।

এসএস