প্রতিবছর দেশে সরকারি বেসরকারিভাবে প্রায় ১৫ হাজার নার্স পাস করে বের হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে জনশক্তির বাজারে এদের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে নার্স নিতে প্রস্তাব দিয়েছে।
এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান পদে ৬০ জনকে নেবে সৌদি আরব। এজন্য সৌদি আরব কোনো ফি নেবে না। বিমান ভাড়া আর সরকারি ফি বাবদ একজন নার্স বা টেকনিশায়নকে খরচ করতে হবে আড়াই থেকে তিন লাখ টাকা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত জানান, 'দক্ষ কর্মী নিতে চায় তার দেশ।'
দক্ষ কর্মীর পাশাপাশি অদক্ষ কর্মীও নিবে সৌদি আরব, জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।
সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় জনশক্তির বাজার। রেমিট্যান্সের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের এই বন্ধু দেশ থেকে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেয়া হচ্ছে।
গেল বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন।





