কর ফাঁকি দেয়ায় হাসপাতালে এনবিআরের অভিযান

শাহনুর শাকিব
ঢাকা
0

আয়কর রিটার্নে লেনদেনের তথ্য কম দেখিয়ে কর ফাঁকি দেয়ার অভিযোগে রাজধানীর টিকাটুলির সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালিয়েছে রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সিআইসি'র পরিচালক মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে হাসপাতালের বিগত কয়েক বছরের আয় ও ব্যয়ের হিসাব জব্দ করেন গোয়েন্দারা।

সিআইসি পরিচালক মাসুদুর রহমান মাসুদ জানান, 'প্রকৃত হিসাব গোপন করে দীর্ঘদিন হাসপাতালটি বিপুল পরিমাণে কর ফাঁকি দিচ্ছিল। জব্দ করা নথি বিশ্লেষণ করে আয়কর রিটার্নে দেয়া তথ্যের সাথে মিলিয়ে ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।'

গোয়েন্দারা জানান, নথি বিশ্লেষণের পর হাসপাতালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কর ফাঁকি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তারা।

এসএস