আগামী ৮ মার্চ থেকে ঢাকা-আদ্দিস আবাবা ফ্লাইট চালু

0

আগামী ৮ মার্চ থেকে ঢাকা-আদ্দিস আবাবা ফ্লাইট চালু করতে যাচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স।

প্রাথমিকভাবে এ রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী ফ্লাইটে ইথিওপিয়ার পরিবহনমন্ত্রী ও ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের সিইও বাংলাদেশ সফর করবেন। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার ফ্লাইটগুলো পরিচালিত হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের পর দ্বিতীয় এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট পরিচালনা শুরু করবে আফ্রিকান এ এয়ারলাইন্স। এতে করে প্রবাসী বাংলাদেশিরা ঢাকা থেকে আদ্দিস আবাবা হয়ে ইউরোপ ও উত্তর আমেরিকার সব বড় শহরে যেতে পারবেন।