২০২৫ সালে বিশ্ববাজারে লাগামহীনভাবে বাড়ে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়ায় ৪ হাজার ৫০০ ডলার। যা ১৯৭৯ সালের পর এক বছরে সর্বোচ্চ। প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৫৪৯ ডলার। যদিও তা বড়দিনের পর নতুন বছর উদযাপন সামনে রেখে দাম কিছুটা কমে।
যুক্তরাষ্ট্রের সুদহার কমানো, ভবিষ্যতে মুদ্রানীতি শিথিলের প্রত্যাশা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক ক্রয় এবং শক্তিশালী ইটিএফ বিনিয়োগ প্রবাহের ফলেই চলতি বছর স্বর্ণের দাম এমন বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।
ধারণা করা হচ্ছে এ বৃদ্ধি ২০২৬ সালেও অব্যাহত থাকবে। বিশ্বখ্যাত স্বর্ণ সমীক্ষা প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাক্সের সমীক্ষা বলছে, ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে আউন্স প্রতি ৪ হাজার ৯০০ ডলারে।
এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বেড়েই চলেছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে স্বর্ণ অনুসন্ধানকারীরা ব্যস্ত নতুন স্বর্ণের খোজে। ভিক্টোরিয়ার ঐতিহাসিক গোল্ডফিল্ডগুলোতে স্বর্ণের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন এমনই একজন অনুসন্ধানকারী কেলি স্মিথ। খুঁজতে খুঁজতে মেটাল ডিটেক্টরে হঠাৎ সন্ধান মেলে স্বর্ণের।
আরও পড়ুন:
কেলি স্মিথ বলেন, ‘আমি ঝোপের মধ্য দিয়ে হেঁটে বন্যপ্রাণী দেখতে পছন্দ করি, এবং যদি আমার ভাগ্য ভালো হয়, তাহলে একটু স্বর্ণও খুঁজে পাই।’
কেলি স্মিথের মতো অস্ট্রেলিয়াজুড়ে আরও অনেকেই এমন স্বর্ণের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। ভিক্টোরিয়া স্টেইটের কেন্দ্রস্থলে অবস্থিত ৯ হাজার ৬০০ বর্গকিলোমিটারের গোল্ডেন ট্রায়াঙ্গেল, যা স্বর্ণের উৎস হিসেবে বিশ্বের অন্যতম সম্ভাব্য অঞ্চল ধরে নেওয়া হয়। বিভিন্ন বয়সের পেশাজীবীরাও এখন ব্যস্ত স্বর্ণের খোজে।
খনি শ্রমিকদের একজন বলেন, ‘সবচেয়ে বেশি পেয়েছি ৮০ আউন্সের। ৭০ আউন্সেরও পেয়েছি। এছাড়া আমার কাছে অনেকগুলো ২০ আউন্সের আছে।’
ভিক্টোরিয়াতে স্থানীয় সরকারের কাছ থেকে খননের পারমিট কিনতে হয় খনি শ্রমিকদের। যার মূল্যও দিন দিন বাড়ছে। এরইমধ্যেই ভিক্টোরিয়াতে ১ লাখেরও বেশি সক্রিয় খনি শ্রমিকের পারমিট রয়েছে।
তবে, অনুসন্ধানকারীরা অনেকটা সখের বশেই ব্যস্ত সময় পার করেন এসব স্বর্ণের খোঁজে। তাদের এই অনুসন্ধানে একদিকে যেমন খোঁজ মিলছে স্বর্ণের, অন্যদিকে প্রকৃতির সান্নিধ্যে এসে পাচ্ছেন এক ধরনের মানসিক প্রশান্তি।





