চট্টগ্রামে সয়াবিনের দাম বাড়লেও কমেছে ছোলা, চিনি ও খেজুরের দাম

এখন জনপদে
বাজার
0

সাপ্তাহিক ছুটির দিন ও শবে বরাত উপলক্ষ্যে চট্টগ্রাম ও সৈয়দপুরের বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে। পর্যাপ্ত চাহিদা থাকলেও সবজির দাম ছিল অপরিবর্তিত। তবে, সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে ছোলা, চিনি ও খেজুরের দাম। অন্যদিকে সরবরাহ সংকটের অযুহাতে বাড়তি দরে বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

পবিত্র শবে বরাতে ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজারে সকাল থেকেই ক্রেতার ভিড়। তাদের বাড়তি চাপে ব্যস্ততা বেড়েছে দোকানীদের।

সবজির দর না বাড়লেও ঊর্ধ্বমুখী মাছ ও মুরগির দাম। তবে, সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা কমেছে চিনি ও ছোলার দাম। আর খেজুরের দর ৫ কেজির কার্টনে কমেছে ২ থেকে ৩শ' টাকা পর্যন্ত।

তবে, কাটেনি সয়াবিন তেলের সংকট। বোতলে লেখা সর্বোচ্চ মূল্যের চেয়ে রাখা হচ্ছে বাড়তি দাম। খুচরা বিক্রেতাদের অভিযোগ তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে তাদের।

নীলফামারীর সৈয়দপুরের বাজারেও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি ভিড়। সবজির দর হাতের নাগালে হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। তবে, গরুর মাংস অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে সব ধরনের মুরগির দাম।

এখানেও ক্রেতাদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সয়াবিন তেলের দাম। দেখা নেই বোতলজাত তেলের চড়া খোলা তেলের দামও।

এছাড়া উত্তরাঞ্চলের এই বাজারে চালের সর্বনিম্ন দাম ৬০ টাকা। আর ভালো মানের সরু চাল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা।

এএম

BREAKING
NEWS
3