বাজার
0

অস্থিতিশীল চালের বাজার, সংকটে নিম্ন ও মধ্যবিত্তরা

নাগালের বাইরে চলে যাচ্ছে চালের বাজার। এতে সংকটের মুখে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। শীতকালীন সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাংসের বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ। যদিও রুই, কাতলাসহ অন্যান্য সামুদ্রিক মাছের দামও স্থিতিশীল রয়েছে।

চালের বাজারে দীর্ঘদিন ধরেই চলছে অস্থিতিশীলতা। যার ফলে সংকটের মুখে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষরা। প্রতিদিনের এই খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি তাদের মাসিক ব্যয়ের ভার বাড়িয়েছে।

ভারত মিয়ানমার থেকে আমদানিকৃত চাল পর্যাপ্ত নয় দাবি করে বিক্রেতারা বলেন, সরু বা মিনিকেট চাল ৮০-৯০ টাকায়, নাজিরশাইল ৭০-৮৫ টাকায় এবং মোটা চাল ৫৮-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজি ও মাছের বাজারে স্বস্তির নিশ্বাস ফেলছেন ক্রেতারা। গেল সপ্তাহে যে বড় ইলিশ বিক্রি হয়েছে ২৫০০টাকা কেজি দরে এই সপ্তাহে তার দাম ২ হাজার ১০০-২ হাজার ২০০ টাকা। রুই, কাতলাসহ অন্যান্য সামুদ্রিক মাছের দামও স্থিতিশীল ।

তবে গরু-খাসির মাংস ও মুরগির বাজারে বাড়তি দাম নিয়ে অখুশি ক্রেতারা। ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়, যা গেল সপ্তাহে ছিল ১৮৫-১৯০ টাকার মধ্যে।

শীতকালীন সবজি ও মাছের বাজারে স্বস্তি থাকলেও মাংসের বাজারে ক্রেতাদের অসন্তোষ এখনো কাটেনি।

এএম