সুতা থেকে কাপড় তৈরি, আর সেই কাপড় সুসজ্জিত হয় নামিদামী ব্রান্ডের শোরুমে। কিন্তু যাদের পরিশ্রমে এসব কাপড় তৈরি হয় ঈদের আগে তাদেরই দেখা যায় ফুটপাতের কাপড় কিংবা জুতার দোকানে। আয় স্বল্প কিন্তু উৎসব ঘিরে প্রিয়জনের সুখ অমূল্য রতনের ন্যায়। তাই সাধ্যের মধ্যে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনতে ফুটপাতের মার্কেটগুলোতে ভিড় করতে দেখা যায় সাভারের শিল্পাঞ্চল এলাকার গার্মেন্টস শ্রমিকদের।
মার্কেট ঘুরে দেখা যায়, গার্মেন্টস শ্রমিকরাই এই ফুটপাতের প্রধান ক্রেতা। অতিরিক্ত দামের কারণে তাদের অনেকেই আবার নিজের পছন্দের পোশাকটি কিনতে পারছেন না। অনেকেই নিজের জন্য কিছু কিনতে না পেরে সন্তানদের জন্য কিনছেন।
শিল্প অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সাভার সিটি সেন্টার, বাইপাইল, জামগড়া, বলিভদ্র ও জিরানী বাজার এলাকা। এখানকার ফুটপাত ঘুরে দেখা যায় বড় বড় মার্কেটসহ ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, ঈদ উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। সাভার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি বলেন, 'সাভার সিটি সেন্টারের সকল প্রকারের ক্রেতা কেনাকাটা করছে। আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করেছি।'