কাতারের আকাশে নানা রঙের খেলা। দিনের বেলা বিমান আর ড্রোন উড়ে নানা রঙে রাঙিয়ে দিয়েছে আকাশ। রাতের বেলায় আকাশে জ্বলেছে নানা রঙের আলো। মধ্যপ্রাচ্যের দেশটিতে শেষ হলো লুসাইল স্কাই ফেস্টিভ্যাল। লুসাইল শহরের আল সাদ প্লাজার কাছে আলোর এই খেলা দেখতে ভিড় করেছিলেন দর্শনার্থীরা।
লুসাইল স্কাই ফেস্টিভালের আয়োজক হাসান আল মৌসাভি বলেন, ‘ঈদের পরপর কাতারের ক্যালেন্ডার অনুযায়ী লুসাইল স্কাই ফেস্টিভ্যালের আয়োজন করি। বিমান, ড্রোন আর ফায়ার ওয়ার্কস দিয়ে আমাদের আকাশ পরিপূর্ণ থাকে। পরিবারের সব সদস্যই এই ফেস্টিভালে অংশ নেয়। এই অঞ্চলে বড় মাল্টি মডেল শোগুলোর একটি এটি।’
রাত আর দিন, লুসাইল শহরের আকাশ এভাবেই ছেয়ে থাকে নানা রঙে। এবারের প্রদর্শনীতে রাখা হয়েছিল ১৬টি বিমান, তিন হাজার ড্রোন আর ফায়ার ওয়ার্কসের ব্যবস্থা। আকাশে সেই আলোকসজ্জার সঙ্গে মিশে ছিল নানা সুর। নানা কসরত দেখিয়ে বিমান উড়িয়েছেন ইউরোপের দক্ষ বৈমানিকরা।
উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে একজন বলেন, ‘কাতারে উৎসব বেশ সুন্দর। ঘর থেকে বেরিয়ে মানুষ উদযাপন করে, অন্যান্য দেশের মানুষ আসে। বিমানগুলো যেন সুরের তালে উড়ছে।’
আরেকজন বলেন, ‘খুব ভালো লাগছে, শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ করতে চাই। অনেক গরম, এরপরও আনন্দ করছি। এখনও তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে।’
কাতার ক্যালেন্ডার আর ভিজিট কাতারের উদ্যোগে ঈদের ছুটির পর প্রতিবছর আয়োজন করা হয় লুসাইল স্কাই ফেস্টিভাল। প্রবেশ ফি না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই উৎসবে এসেছিলেন সর্বস্তরের মানুষ। তাদের জন্য রাখা হয়েছিল আলাদা ফুড জোন, যেখানে ছিল ১৪ টি খাবারের ট্রাক। বিনোদন থিয়েটারে চলেছে নানা ধরনের পারফরমেন্স। তিন দিন ব্যাপী এই উৎসব শেষ হয়েছে গতকাল (শনিবার, ৫ এপ্রিল)।