বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে তেজগাঁও পলিটেকনিক স্কুল মাঠে এক কোটি নিম্নআয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী একথা বলেন।
এসময় তিনি চিনির দাম ভুল করে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান। এছাড়া টিসিবির পণ্য সুবিধাভোগীদের তালিকা হালনাগাদ করতে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘মিলগেটে কোনোভাবেই চিনির দাম বাড়তে দেয়া হবে না, কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মহামারি ও যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলেও সাশ্রয়ী মূল্যে টিসিবির কার্যক্রম চলমান রাখা হবে।’ আর টিসিবির কার্যক্রম শক্তিশালী করা গেলে বাজারে চাপ কমে আসবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘খেজুরের আমদানি মূল্য থেকে বিবেচনা করে খুচরা মূল্য নির্ধারণ করা হবে। বাজার নিয়ন্ত্রণ করা হবে না, বাজারে নজরদারি করা হচ্ছে। একইসঙ্গে পণ্যের সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে খুচরা বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে খুশি নিম্নআয়ের মানুষ। তারা বলেন, ‘অল্প টাকায় এসব পণ্য পেয়ে আমাদের খুব উপকার হয়।’
এবার ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল, ৭০ টাকায় ১ কেজি চিনি, খেজুর এক কেজি ১৫০ ও সয়াবিন তেল দুই লিটার দুইশো টাকায় বিক্রি করছে টিসিবি।