টিএফআই সেলে গুম–নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা | ছবি: সংগৃহীত
0

আওয়ামী শাসনামলে র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলের বন্দিশালায় গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, ১১ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ বিচারিক কার্যক্রম হবে।

একই ট্রাইব্যুনালে, জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ সুনির্দিষ্ট তিন অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ। এছাড়া এ ট্রাইব্যুনালে আরও দুটি মামলার বিচার হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

অন্যদিকে ট্রাইব্যুনাল-২ এ গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে আজ। এ ট্রাইব্যুনালে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিন অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মামলায় এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট আট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য নেয়া হবে।

এদিকে, আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ করেছেন একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, শেখ হাসিনা, টিএফআই সেল, র‌্যাব, গুম ও নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ, সেনা কর্মকর্তা, জুলাই আন্দোলন, সজীব ওয়াজেদ জয়, জুনাইদ আহমেদ পলক, যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ।

এএম