এসময় গতকাল (মঙ্গলবার, ২০ জানুয়ারি) রাতে ঢাকা-১৫ আসনের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আনুষ্ঠানিক প্রচারণার আগে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ কাম্য নয়।’ বিএনপি থেকে এ ধরনের কোনো কাজ করা হচ্ছে না বলেও জানান তিনি।
আরও পড়ুন:
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির অনুকূলে নির্বাচনি মাঠ থাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা চলছে। মাহ্দী আমিন জানান, নির্বাচনি প্রচারণা সিলেট থেকে শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ রাত ৮ টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছে গভীর রাতে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন তিনি। এছাড়া তিনি সকালে সিলেটের প্রথম নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
মাহ্দী আমিন আরও জানান, নির্বাচনি প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরসঙ্গী থাকবেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলের ত্যাগী নেতাকর্মীরা।




