আজ (বুধবার, ৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চার্জশিট গ্রহণ করে এ আদেশে দেন মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম।
মামলায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তারাও আসামির তালিকায় আছেন। তবে ৫ আগস্টের পর থেকে আসামিরা পলাতক আছেন।
আরও পড়ুন:
দুদক জানায়, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট লিমিটেডের এক কর্মকর্তাকে ব্যবসায়ী সাজিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামের কাগুজে প্রতিষ্ঠানের মালিক করা হয়। পরে মিথ্যা তথ্য ও জাল কাগজপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দর শাখা থেকে ভোগ্যপণ্য আমদানির নামে এ ঋণ নেয়া হয়। এরপর এ টাকা বিদেশ পাচার করেন আসামিরা।
এ ঘটনায় ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপ-পরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন । গত সোমবার (৫, জানুয়ারি) চট্টগ্রাম আদালতে চার্জশিট দাখিল করা হয়।





