মনোনয়নপত্র যাচাই: দুইদিনে ইসিতে ১৬৪ আপিল আবেদন

নির্বাচন কমিশনের লোগো
নির্বাচন কমিশনের লোগো | ছবি : সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ১১ জন আপিল দায়ের করেছেন, আগের দুদিনে আপিল করা হয় ১৬৪টি। আপিলের প্রথম দুইদিন ইসিতে মোট ১৬৪টি আবেদন জমা পড়ে।

আপিল আবেদন গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

আরও পড়ুন:

এদিকে, ছোটখাটো ভুলের জন্য যাদের মনোনয়ন বাতিল হয়েছে আপিলে ফিরে পাওয়ার আশা করেন বিভিন্ন দলের প্রার্থীরা। এছাড়াও, নিজ অঞ্চলে আপিলের সূযোগ পেলে হয়রানি কম হতো বলেও মন্তব্য করেন অনেকে।

ইএ